শিমুলের মূল কাঁচা খেলে কি হয় - শিমুল মূলের উপকারিতা জানুন
প্রিয় পাঠক, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে শিমুল মূল কাঁচা খেলে কি হয়
- শিমুল মূলের উপকারিতা? শিমুল মূল খাওয়ার নিয়ম? অনেক
খোঁজাখুঁজির পরও সঠিক তথ্য পাচ্ছেন না। আজকে আমি আপনাদের এ সমস্ত প্রশ্নের
উত্তর নিয়ে এই আর্টিকেল সাজিয়েছি। জানতে হলে সমস্ত আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়ুন।
শিমুল মূল অনেক উপকারী উদ্ভিদ। এই মূলের মধ্যে রয়েছে প্রাকৃতিক পুষ্টি
উপাদান যা মানব শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। শিমুলের মূল কাঁচা
খেলে কি হয় এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির
হয়েছি। এছাড়াও শিমুল মূল খাওয়ার নিয়ম ও শিমুল মূলের পার্শ্ব
প্রতিক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।
পোস্ট সূচীপত্রঃ শিমুলের মূল কাঁচা খেলে কি হয়
- শিমুলের মূল কাঁচা খেলে কি হয়
- শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জেনে নিন
- শিমুল মূলের পরিচিতি ও চেনার উপায়
- শিমুল মূল খাওয়ার নিয়ম জেনে নিন
- খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা
- শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম
- তুলা গাছের মূল খেলে কি হয়
- শিমুল গাছ লাগানোর পদ্ধতি জেনে নিন
- শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া দেখে নিন
- লেখকের মন্তব্যঃ শিমুলের মূল কাঁচা খেলে কি হয়
শিমুলের মূল কাঁচা খেলে কি হয়
শিমুলের মূল কাঁচা খেলে কি হয় এই প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। আমরা ছোটবেলায় অনেককে দেখেছি শিমুলের মূল কাঁচা অবস্থায় চিবিয়ে খায়। আমরা তাদের কাছে এর উপকারিতা সম্পর্কে জানতে চাইলে তারা কখনোই তা আমাদের কাছে শেয়ার করেনি। আসলে শিমুলের মূল কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে গোপন সমস্যার সমাধান হয়।
এই ব্যাপারটা যেহেতু একটু লজ্জার বিষয় তাই কেউই আপনাদের কাছে কখনোই শেয়ার করবেন
না। কারন শেয়ার করলে মানুষ জেনে যাবে তার দুর্বলতার কথা। চলুন আজকে
আমি আপনাদেরকে জানিয়ে দিন ছোটবেলায় আমাদের দেখা অনেকেই কেন শিমুলের মূল কাঁচা
চিবিয়ে খেয়েছে।
পুরুষ মানুষ আছে যাদের গোপনাঙ্গের নানাবি সমস্যা হয়ে থাকে। গোপনাঙ্গ
ছোট, গোপনাঙ্গ বাকা, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা এছাড়াও বিশেষ
মুহূর্তে অনিচ্ছা ইত্যাদি সমস্যা দূর করতে শিমুলের মূল কাঁচা চিবিয়ে খেতে
হয়। এছাড়াও শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে শিমুলের মূল
অনেক বেশি উপকারী।
প্রতিদিন রাতে অথবা সকালে শিমুলের মূল কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে
হয়। এভাবে টানা এক সপ্তাহ খেলে আপনি নিজেই আপনার শরীরের পরিবর্তন
বুঝতে পারবেন। যেহেতু এটি একটি গোপন সমস্যা তাই আপনারা সবার থেকে এই
ব্যাপারে জানতে পারবেন না। আশা করি উপরের আলোচনা থেকে কিছুটা হলেও বুঝতে
পেরেছেন যে শিমুলের মূল কাঁচা খেলে কি হয়।
শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জেনে নিন
শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাক। বহু আগে থেকেই শিমুল মূল আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী। প্রাচীন ভারতের আয়ুর্বেদ চিকিৎসায় শিমুলের মূল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন শিমুলের মূল আমাদের মানব দেহের জন্য অনেক বেশি উপকারী। চলুন শিমুলের মূলের উপকারিতা সম্পর্কে জেনে নিই।- শিমুলের মূল আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে। বিশেষ করে অস্থিরতা, যৌন দুর্বলতা ও শক্তি যোগাতে অনেক বড় ভূমিকা পালন করে।
-
শিমুলের মূল পুরুষের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। কারণ এই মূলে থাকা
প্রাকৃতিক পুষ্টি উপাদান পুরুষের সেক্স হরমোন উন্নত করতে সাহায্য
করে।
-
শিমুলের মূল বিভিন্ন রকম বদ হজম সমস্যা দূর করে। প্রতিদিন রাতে শিমুলের
মূল খেলে এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
-
কোষ্ঠকাঠিন্য হলে শিমুলের মূল গুড়া করে খেতে হবে। শিমুলের মূলে
থাকা পুষ্টি উপাদানের জন্য কোষ্ঠকাঠিন্য ও এসিডিটি দূর হয়।
-
বিভিন্ন চুল পড়া সমস্যা দূর করতে শিমুলের মূল অনেক উপকারী।
- ত্বকের নানা রকম সমস্যা যেমন চুলকানি, কালো দাগ, ব্রণ ও মেস্তা ইত্যাদি দূর করতে শিমুলের মূল অনেক উপকারী।
-
শিমুল মূলের মধ্যে রয়েছে এন্টি ইনফ্লেমেটরি ও এন্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে
টক্সিন দূর করে এবং শরীরকে সুস্থ রাখে।
- মেয়েদের ঋতুস্রাব একটি স্বাভাবিক বিষয়। কিন্তু অনেক সময় মেয়েদের ঋতুস্রাবের সাথে রক্ত বের হয়। যা দূর করতে শিমুল মূল অনেক বেশি কার্যকরী।
-
বর্তমান সময়ে অনেকেই বাতের ব্যথা সমস্যায় ভোগে। শিমুলের মূল
নিয়মিতভাবে খেলে বাতের ব্যথা ভালো হয়ে যায়।
-
পুরাতন আমাশয় অথবা রক্তমাশয় ভালো করতে শিমুল মূলের গুরুত্ব
অপরিসীম। এরকম সমস্যায় শিমুলের মূল নিয়মিতভাবে কয়েকদিন খেলে সমস্যা
ঠিক হয়ে যায়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, শিমুলের মূল আসলেই আমাদের মানবজাতির
জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ। শুধু আমাদের জানতে হবে শিমুল
মূলের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে। শিমুল মূলের মধ্যে এত গুনাগুন থাকার
জন্যই বহু আগে থেকে ঔষধি গাছ হিসেবে পরিচিত লাভ করেছে। আশা করছি আমি
আপনাদেরকে কিছুটা হলেও শিমুল মূলের উপকারিতা সম্পর্কে ধারণা দিতে
পেরেছি।
শিমুল মূলের পরিচিতি ও চেনার উপায়
শিমুল মূলের পরিচিতি ও চেনার উপায় সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের বেশিরভাগ লোকজনই এই গাছকে শিমুল গাছ নামে চেনে। তবে শিমুল গাছকে অনেকেই তুলা গাছও বলে থাকি। শিমুলের গাছ লম্বায় ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত হতে পারে। বাংলাদেশের সর্বত্রই শিমুল গাছ দেখতে পাওয়া যায়।
শিমুল এমন একটি গাছ যার ছাল, পাতা ও মূল সবই ঔষধি গুনে ভরপুর। তবে
বিশেষ করে শিমুলের মূল পুরুষের শারীরিক সমস্যার সমাধান দিতে অনেক বেশি
কার্যকরী। শিমুলের মূলকে পুরুষের গোপন রোগের মহা ঔষধ বললেও ভুল হবে
না। কারণ শিমুলের মূলে রয়েছে ব্যাপক পরিমাণে টেস্টোস্টেরন হরমোন
বৃদ্ধির পুষ্ট উপাদান।
তবে সব শিমুল গাছেরই মূল খেলে উপকারিতা পাওয়া যায় না। এখন আপনি যদি
অধিক বয়সের একটি শিমুল গাছ উপড়াতে চান তাহলে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে
পড়বে। তাই এক বছরের কম বয়সী শিমুল গাছের মূল অনেক বেশি উপকারী। এক
বছরের কম বয়সী শিমুল গাছকে মাটি থেকে টেনে উপরে ফেললে এর নিচে রসালো মূল পাওয়া
যায়।
এই মূল মাঝারি আকৃতি হয়ে থাকে। শিমুল মূলের নিজস্ব স্বাদ
রয়েছে। শিমুল মূল খেতে একটু অম্ল এবং বিজলা-বিজলা হয়ে থাকে। তবে
শিমুলের মূল অনেক বেশি কচকচে হয়ে থাকে। তাই সকল বয়সের মানুষই
শিমুল মূল খেতে পারে। আমরা আশা করি শিমুল গাছ চিনে থাকি। আশা
করছি উপরের আলোচনার মাধ্যমে আপনারা শিমুল মূলের পরিচিতি অচেনা উপায়
সম্পর্কে অল্প হলেও ধারণা পেয়েছেন।
শিমুল মূল খাওয়ার নিয়ম জেনে নিন
শিমুল মূল খাওয়ার নিয়ম জানতে হলে নিচের অংশটুকু ভালোভাবে মনোযোগ সহকারে পড়ুন। উপরের আলোচনা থেকে আমরা শিমুলের মূল কাঁচা খেলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জেনেছি। আসলে শিমুল গাছের পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত সবই ঔষধি গুনে ভরপুর। তবে নিয়ম মেনে শিমুল মূল না খেতে পারলে উপকারিতা পাওয়া যাবে না।
অনেক গবেষণা করে দেখা গেছে শিমুল মূলের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া
নেই। তারপরেও আমাদের উচিত শিমুল মূল সঠিক নিয়ম
মেনে খাওয়া। শিমুল মূল বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। আপনারা
চাইলে শিমুল মূল কাঁচা অবস্থায় খেতে পারেন আবার চাইলে শিমুল মূল পাউডার করে যেতে
পারে। এটা নির্ভর করছে আপনার খাদ্যাভাসের উপর।
- ১ থেকে ২ চামচ শিমুল মুলের পাউডার নিন। এরপর এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানির সাথে মিশিয়ে জাল দিয়ে নিন। এরপর একটু ঠান্ডা করে খেতে পারবেন।
- আবার অনেকেই চাইলে দুধ বা পানির পরিবর্তে মধুর সঙ্গে মিশিয়ে শিমুল মূলের পাউডার খেতে পারবেন।
-
শিমুল মূল কাঁচা অবস্থায় খেতে পারবেন। সদ্য তুলে আনা শিমুলের মূল কাঁচা
অবস্থায় চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
- ১০ গ্রাম শিমুল মূলে পাউডার ও ১০ গ্রাম চিনি মিশ্রিত করে খেতে পারেন। বিশেষ করে যারা যৌন সমস্যায় বুঝছেন তাদের জন্য এই টোটকা অনেক কার্যকরী।
- সকালে ঘুম থেকে উঠে খালি পেটে শিমুলের মূল খেতে পারেন। এভাবে শিমুলের মুল খেলে অধিক উপকার পাওয়া যায়।
উপরোক্ত উপায় গুলো ছাড়াও আরো নানা উপায়ে শিমুলের মূল খাওয়া যাবে। শুধু
মনে রাখতে হবে যেন পরিমাণ এর চেয়ে বেশি না খেয়ে ফেলে। যেহেতু
শিমুল মূলের মধ্যে রয়েছে নানা রকম পুষ্টি উপাদান তাই নিয়ম মেনে শিমুলের
মূল সেবন করতে হবে। আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও
শিমুল মূল খাওয়ার নিয়ম সম্পর্কে জানাতে পেরেছি।
খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা
খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা জানতে হলে নিচের অংশটুকু ভালোভাবে পড়ে নিন। প্রাচীন ভারতে শিমুল মূল কে যৌন সমস্যা মহা ঔষধ বলে ব্যবহৃত করা হয়েছে। শিমুল মূলের মধ্যে রয়েছে প্রাকৃতিক পুষ্টি উপাদান যা মানবজাতির জন্য অনেক বেশি উপকার। চলুন জেনে নেই, খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা সম্পর্কে।- খালি পেটে শিমুল মূল খেলে শরীরের ক্লান্তি ভাব দূর হয়। এছাড়াও সারাদিনে সুস্থভাবে চলাফেরার জন্য শক্তি যোগায়।
-
সকালে খালি পেটে শিমুল মুল খেলে বদহজম দূর হয়। এবং গ্যাসও এসিডিটি
সমস্যা হলে খালি পেটে শিমুল মূল খেতে হবে।
- শিমুল মূলের মধ্যে থাকা পুষ্টি উপাদান এন্টি ইনফ্লামেটরি রয়েছে। খালি পেটে শিমুল মূল খেলে শরীর থেকে এই পুষ্টি উপাদানটি টক্সিন দূর করে।
- খালি পেটে শিমুল মূল খেলে ত্বকের বিভিন্ন সমস্যা ভালো হয়ে যায়।
-
অতিরিক্ত ওজন কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ করতে খালি পেটে শিমুল মূল খেতে
হবে।
-
খালি পেটে শিমুল মূল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও হজমশক্তি
বৃদ্ধি করে।
- শরীরে বিভিন্ন জায়গায় ব্যাথা নিরাময় করতে খালি পেটে শিমুল মূল খেতে হবে।
- রক্তচাপ নিয়ন্ত্রণ করতে নিয়মিতভাবে খালি পেটে শিমুল মূল খেতে হবে।
-
শিমুল মূল খালি পেটে খেলে পুরুষের শুক্রানু সংখ্যা বৃদ্ধি
পায়। এছাড়াও গোপনাঙ্গ জনিত নানারকম সমস্যা দূর করে।
শিমুল মূল থেকে উপরোক্ত উপকারিতা ছাড়াও আরো নানারকম উপকারিতা পেয়ে
থাকি। আমরা এর আগে শিমুলের মূল কাঁচা খেলে কি হয় এই প্রসঙ্গে আলোচনা
করেছি। এখন আপনাদেরকে জানালাম খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা
সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন খালি পেটে শিমুল মূল খাওয়ার
উপকারিতা কি।
শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম
শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম? আপনারা অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন। আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে নিচের বিশাল আলোচনা করব। প্রথমে আমি আপনাদের, শিমুলের মূল কাঁচা খেলে কি হয় এই প্রশ্নের উত্তর নিয়ে ভালোভাবে আলোচনা করেছি। আপনারা সকলেই জানেন শিমুল মূলের উপকারিতা সম্পর্কে।
কারণ শিমুল মূলে রয়েছে ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টি
ইনক্রিমেন্টরি। যা বিভিন্ন রকম রোগের মহা ঔষধ হিসেবে কার্যকরী। যেহেতু শিমুল মূল
আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী তাই আমাদেরকে শিমুল মূলের পাউডার
খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে হবে। জানতে হলে আমাদের সাথেই থাকুন।
- এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানির সাথে এক থেকে দুই চামচ শিমুল মূলের পাউডার মিশ্রিত করে ফুটিয়ে নিন। এরপর একটু ঠান্ডা করে খেতে পারবেন।
- এছাড়াও শিমুল মূলের পাউডার মধুর সঙ্গে মিশ্রিত করে খেতে পারবেন।
- ১০ গ্রাম শিমুল মূলের পাউডার নিন এরপর সমপরিমাণ চিনি নিয়ে মিশ্রিত করুন। এই মিশ্রণটি নিয়মিতভাবে খেতে হবে। পুরুষের গোপন রোগ নিরাময় করতে এই মিশ্রণের গুরুত্ব অপরিসীম।
-
শিমুল মূলের পাউডার দিয়ে চা বানিয়ে খেতে পারবে না। এতে পুষ্টি গুনাগুন
নষ্ট হয় না।
সুতরাং উপরের আলোচনা থেকে বুঝতে পেরেছেন শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম
সম্পর্কে। উপরোক্ত নিয়ম ছাড়াও আরো নানা উপায়ে শিমুল মূলের পাউডার খেতে
পারবেন। আমাদের দৈনন্দিন খাদ্যাভাসের উপর নির্ভর করে শিমুল মূলের পাউডার
খেতে হবে। তাহলে আমরা শিমুল মূলের পাউডার থেকে সর্বোচ্চ উপকারিতা
পাব।
তুলা গাছের মূল খেলে কি হয়
তুলা গাছের মূল খেলে কি হয়? এই প্রশ্নের উত্তর নিয়ে এই অংশটুকু ভালোভাবে
আলোচনা করা হবে। শিমুলের মূল কাঁচা খেলে কি হয়, এই প্রসঙ্গে আমরা এর
আগে অনেক সুন্দর ভাবে আলোচনা করেছি।এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে
বোঝাবো তুলা গাছের মূল খেলে কি হয় এই সম্পর্কে। জানতে হলে আমাদের
সাথেই থাকুন।
আরও পড়ুনঃ হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা দেখে নিন
আসলে শিমুল গাছকে তুলা গাছ ও বলা হয়। যেহেতু শিমুল গাছের মধ্যে অনেক বেশি
পুষ্টি উপাদান রয়েছে তাই তুলা গাছেও ব্যাপক পুষ্টি উপাদান রয়েছে। পূর্বে
আমরা শিমুল গাছের উপকারিতা নিয়ে অনেক আলোচনা করেছি। যেহেতু তুলা গাছ
এবং শিমুল গাছ একই সুতরাং তুলা গাছের উপকারিতা ইতোমধ্যে আমরা জেনেছি।
শিমুল গাছ লাগানোর পদ্ধতি জেনে নিন
শিমুল গাছ লাগানোর পদ্ধতি জানতে হলে নিচের অংশটুকু ভালোভাবে পড়ুন। শিমুলের মূল কাঁচা খেলে কি হয় এই প্রশ্নের উত্তর এর আগে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে আরো একটি বিষয়, শিমুল গাছ লাগানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক।- শিমুল গাছ লাগানোর জন্য প্রথমে পাকা ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে।
- এরপর সংগ্রহীত বীজ থেকে চারা উৎপাদন করতে হবে।
- উর্বর ও ভালো জমি নির্বাচন করতে হবে।
- চারা গাছ রোপনের জন্য মাদা তৈরি করতে হবে।
- মাদার মধ্যে জৈব সার যুক্ত করতে হবে।
- এরপর চারা রোপণ করতে হবে।
-
চারা রোপনের পর চারা গাছটির আশেপাশের মাটি আগলা করে দিতে হবে।
-
চারা রোপনের 20 দিন পর ইউরিয়া সার ও এমওপি সার প্রয়োগ করতে হবে।
- নিয়মিতভাবে চারা গাছে পানি দিতে হবে।
-
নতুন চারা গাছটির ডালপালা গজালে সেগুলো ছাটাই করে দিতে হবে।
-
চারা গাছটির পাশেই বাঁশের খুঁটি দিতে হবে যেন গাছটি আঁকাবাঁকা না
হয়।
উপরোক্ত নিয়মে শিমুল গাছ রোপন করলে খুব ভালোভাবে গাছটি লেগে যায়। তবে
আপনারা চাইলে আরো অন্য পায়ে শিমুল গাছ লাগাতে পারেন। তাছাড়াও আমরা
মাঝেমধ্যে দেখতে পাই পুকুরের পাড়ে, ঝোপঝাড়ে এ সকল জায়গায় শিমুল
গাছ বেড়ে উঠেছে। আশা করি উপরের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন শিমুল
গাছ লাগানোর পদ্ধতি সম্পর্কে।
শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া দেখে নিন
শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া কি? এরকম প্রশ্ন আপনাদের মাঝে অনেকেরই থাকে। এর আগেও শিমুলের মূল কাঁচা খেলে কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এখন আমি আপনাদেরকে জানাবো শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন।
আমরা সবাই জানি, শিমুল মূল আমাদের মানব শরীরের জন্য অনেক
বেশি কার্যকরী। এছাড়াও শিমুল মূলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও
আন্টি ইনফ্লেমেটরি মানব শরীরের নানা রকম রোগ প্রতিরোধ করে। এছাড়াও আরেকটি
পুষ্টি উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল যা শরীরের ছত্রাক ধ্বংস করে এবং
চুলকানিও ত্বকের সমস্যা দূর করে।
তবে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ভালো জিনিসের মধ্যেই কিছু না কিছু নেতিবাচক
দিক থাকবেই। তেমনি শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কেউ
যদি পরিমাণের বেশি শিমুলের মূল খেয়ে থাকে তাহলে হজমের সমস্যা
হয়। এছাড়াও যাদের অ্যালার্জি আছে তাদেরও শিমুলের মূল খাওয়া থেকে বিরত
থাকতে হবে। আর একটি বড় সমস্যা হল অতিরিক্ত পরিমাণে শিমুলের মূল খেলে বেশি
উত্তেজনা সৃষ্টি হয়।
লেখকের মন্তব্যঃ শিমুলের মূল কাঁচা খেলে কি হয়
সুপ্রিয় পাঠকমন্ডলী, আপনারা যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনারা শিমুলের মূল কাঁচা খেলে কি হয় তা এতক্ষণে জেনে গেছেন। এ ছাড়াও শিমুল মূল সম্পর্কিত আপনাদের আরো নানা প্রশ্নের উত্তর নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে।
লেখক হিসেবে আমার মন্তব্য থাকবে, যেহেতু শিমুল মূল অনেক বেশি উপকারী তাই
আমাদের নিয়ম মেনে শিমুলের মূল খেতে হবে। শিমুলের মূল বিশেষ করে পুরুষদের
নানা রকম গোপন রোগের অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকে। সব থেকে ভালো হয় যদি
কোন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে শিমুলের মূল খাওয়া যায়।
উপরের আলোচনায় যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন। আর কোন জায়গায় ভুল হয়েছে তা আমাকে কমেন্ট বক্সের
মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তী আর্টিকেলগুলোতে এ ধরনের ভুল করা
থেকে বিরত থাকব। আপনাদের কাছে যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
শেয়ার করতে ভুলবেন না।
gotechbd এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url