লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা জেনে নিন


প্রিয় পাঠক,আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা  কি ? কিন্তু কোথাও এই সম্পর্কে স্পষ্ট ধারণা খুঁজে পাননি।  চিন্তার কোন কারণ নেই। আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের কাছে লজ্জাবতী গাছ - গাছের শিকড়ের ১৫ টি  উপকারিতা  সম্পর্কে জানাবো। 

লজ্জাবতী-গাছের-শিকড়ের-উপকারিতা
লজ্জাবতী গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছটি হাত দিয়ে স্পর্শ করলে  বন্ধ হয়ে যায়। আবার হাত সরিয়ে নিলে পাতা মেলে যায়। তবে লজ্জাবতী গাছের এই লজ্জার পিছনে লুকিয়ে আছে হাজারো ঔষধি গুণ। বিশেষ করে পুরুষ ও মহিলাদের যৌন সমস্যায় লজ্জাবতী গাছের শিকড়, পাতা, কান্ড মহা ওষুধ বলে আখ্যায়িত করা হয়েছে। লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 

পোস্ট সূচিপত্রঃ লজ্জাবতী গাছ -  লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা 

লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা

লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি  উপকারিতা জেনে নিন। আপনারা অনেকেই লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানতে চান। লজ্জাবতী গাছের রয়েছে বহুমুখী উপকারিতা। লজ্জাবতী গাছের উপকারিতা বলে শেষ করা যাবেনা। আয়ুর্বেদ চিকিৎসকেরা লজ্জাবতী গাছের শিকড়কে জটিল রোগের মহা ঔষধ বলে বিবেচিত করেছেন। 

আমরা আরো নানারকম ভেষজ ঔষধ গাছ সম্পর্কে জানি। কিছু কিছু ভেষজ গাছের শুধুমাত্র পাতা অথবা শিকড় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু লজ্জাবতী গাছের শিকড় ও পাতা সবই ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তবে আজকে আমরা লজ্জাবতী গাছের শিকড়ের ১৫ টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন দেরি না করে শুরু করা যাক। 
  • আমাশয় রোগ দূর করতে লজ্জাবতী গাছ অনেক বড় ভূমিকা রাখে। এজন্য প্রথমে পাঁচ গ্রাম লজ্জাবতী গাছের পাতা নিন। এরপর দুই গ্লাস পানি নিন। এরপর একটি পাত্রে পাতা ও পানি মিশিয়ে ফুটানো আরম্ভ করুন। অল্প একটু পানি থাকতে চুলা থেকে নামিয়ে নিন। এই ফুটানো পানি নিয়মিতভাবে পান করলে পুরনো আমাশয় পর্যন্ত দূর হয়ে যায়। 
  •  লজ্জাবতী গাছ ক্ষত সারাতে কাজ করে। অনেকেই কাজ করতে গিয়ে অথবা অন্য কারণে হাতে পায়ে কেটে ফেটে যায়। আমরা প্রায়ই এরকম পরিস্থিতির সম্মুখীন হই। এমতবস্থায় লজ্জাবতী গাছের শিকড় গুড়ো করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে, অল্প কিছু সময়ের মধ্যে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এবং ক্ষত নিরাময় হয়ে যায়। 
  • লজ্জাবতী গাছ পাইলসের সমস্যা দূর করে। এমন অনেকেই আছে যারা পাইলসের সমস্যায় ভুগছেন। এবং কয়েকবার অপারেশন ও করেছেন। কিন্তু এই পাইলসের সমস্যা কোনোমতেই ঠিক হচ্ছে না। এরকম রোগীদের জন্য লজ্জাবতীর গাছ এক মহা ঔষধ। প্রথমে লজ্জাবতীর গাছের পাতার গুড়া করে নিন। এই পাতার গুড়া এক চামচ পরিমাণ এক গ্লাস পানিতে মিশিয়ে দিনের মধ্যে তিনবার খেয়ে নিন। এভাবে অল্প কিছুদিন খেতে পারলে পাইলস দূর হয়ে যায়। 
  • ঠান্ডাও কাশি নিরাময়ে লজ্জাবতী গাছ ব্যবহৃত হয়। আজকাল ঠান্ডা কাশি সব সময় লেগেই থাকে। বিশেষ করে কম বয়সী বাচ্চাদের ও বৃদ্ধদের ঠান্ডা কাশি সমস্যা বেশি হয়। এ সমস্ত ঠান্ডা কাশি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ঠান্ডা-কাশি সমস্যায় লজ্জাবতী গাছের পাতা রস করে খেয়ে নিলে ঠান্ডা ভালো হয়ে যায়। 
  • লজ্জাবতী গাছ যক্ষা রোগ দূর করে। যক্ষা একটি মরণ ব্যাধি। দুই দশক আগেও যক্ষা রোগের তেমন কোন চিকিৎসা ছিল না। এ কারণে যক্ষা রোগে মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি। তবে যক্ষা রোগ ভালো করার প্রাকৃতিক চিকিৎসা আছে। এজন্য লজ্জাবতী গাছের পাতা রস করে ১৫ থেকে ২০ মিলিটার পরিমাণে প্রতিদিন খেতে হবে। 
  • লজ্জাবতী গাছের শিকড় স্তনের শিথিলতা দূর করে। নানা কারণে মহিলাদের স্তনের শিথিলতা সমস্যা দেখা যায়। অনেক মা - বোন আছে যারা এরকম সমস্যা তে কি করবে তা বুঝে উঠতে পারে না।মাঝেমধ্যে লজ্জার কারণে কারো কাছে শেয়ারও করতে পারে না। কিন্তু এই সমস্যার সমাধান লজ্জাবতী গাছের শিকড়ে রয়েছে। এজন্য লজ্জাবতী গাছের শিকড় ও অর্শগন্ধা গাছের শিকড় একসাথে বেটে নিয়মিতভাবে স্তনে লাগালে সমস্যা দূর হয়ে যায়। 
  • লজ্জাবতী গাছ রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। লজ্জাবতী গাছের পাতা থেকে রস বের করে নিয়মিতভাবে খেতে পারলে রক্ত পরিষ্কার থাকে। এছাড়াও রক্ত থেকে টক্সিন বের করে দেয়। যদি কারো প্লেট রোগ হয়ে থাকে, তাহলে এই রোগের মহা ঔষধ হলো লজ্জাবতী গাছের পাতার রস। 
  • পুরুষের হারানো যৌবন ফিরিয়ে আনতে লজ্জাবতী গাছের শিকড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  অনেক সময় বয়সের কারণে অথবা অন্য কোন কারণে বেশিরভাগ পুরুষেরই যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে এই সমস্যার সমাধান লজ্জাবতী গাছের শিকড়ের মধ্যে আছে। এজন্য লজ্জাবতী গাছের শিকড় থেকে তৈরি এক ধরনের ভেষজ তেল পাওয়া যায়। যা নিয়মিতভাবে পুরুষাঙ্গে মালিশ করার মাধ্যমে হারানো যৌবন ফিরে পাওয়া যায়। 
  • লজ্জাবতী গাছের শিকড় নারীদের গোপনাঙ্গের শিথিলতার সমস্যা দূর করে। অনেক মহিলাদের সন্তান প্রসবের কারণে অথবা অন্য কারণে গোপনাঙ্গ শিথিল হয়ে যায়। এমন সমস্যা অনেক মহিলাদেরই দেখা যায়। এর জন্য লজ্জাবতী গাছের শিকড় থেকে তৈরি ভেষজ তেল। যা এক টুকরো সুতি কাপড়ে  ভিজিয়ে নিন। এরপর যৌনাঙ্গে তেলে ভেজানো কাপড় লাগিয়ে রাখুন। নিয়মিতভাবে কয়েকদিন এভাবে লাগাতে পারলে এরকম সমস্যা দূর হয়ে যায়। 
  • কিডনি সমস্যায় লজ্জাবতী গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদি কারো কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে লজ্জাবতী গাছের পাতার রস নিয়মিতভাবে খেতে পারেন। 
  • লজ্জাবতী গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তারা লজ্জাবতী গাছের শিকড় ১০ গ্রাম পরিমাণে বেটে নিন। এরপর বেটে নেওয়া লজ্জাবতী গাছের শিকড় পানিতে মিশিয়ে নিয়মিত ভাবে পান করুন। কয়েক দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যাবে। 
  • বদ লজ্জাবতী গাছ বদহজম ও গ্যাসের সমস্যা দূর করে। আমরা মাঝেমধ্যেই নানা রকম তেলের খাবার ও নানা রকম জাঙ্ক ফুড খাই। যার ফলে বদ হজম ও গ্যাসের সমস্যা দেখা যায়। এরকম পরিস্থিতিতে লজ্জাবতী গাছের পাতা বেটে 10 মিলি পরিমাণ রস খেয়ে নিলে গ্যাস ও বদহজম ভালো হয়। 
  • আলসার রোগের চিকিৎসায় লজ্জাবতী গাছের শিকড় ব্যবহার করা হয়। যদি কারো কখনো আলসার রোগ হয় তাহলে লজ্জাবতী গাছের শিকড় গুড়া নিয়মিতভাবে খেতে হবে। ফলে আলসার রোগ ভালো হয়ে যাবে। 
  • দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা নিরাময়ে লজ্জাবতী গাছের শিকড় মহা ঔষধ। লজ্জাবতী গাছের শিকড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর এই পানি দিনে তিনবার করে কুলকুচি করুন। এভাবে একাধারে ৭ দিন কুলকুচি করুন। দেখবেন আপনার দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা দূর হয়ে গেছে। 
  • লজ্জাবতী গাছের আরেকটি উপকারিতা হলো এটি শরীরের ঘামের দুর্গন্ধ রোধ করে। অনেকেই আছি যারা অতিরিক্ত পরিমাণে ঘামি। বিশেষ করে ছেলেদের এই সমস্যা বেশি। অতিরিক্ত ঘামার ফলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এছাড়াও শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এর চিকিৎসায়, লজ্জাবতী গাছের পাতা ও কান্ড ভালো করে বেটে নিন। এরপর বগল ও শরীরের অন্যান্য জায়গায় লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে অল্প কয়েকদিনের মধ্যে ঘামের সমস্যা ভালো হয়ে যাবে। 
প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম লজ্জাবতী গাছের শিকড়ের ও পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। এই গাছ বহু আগে থেকেই নানারকম জটিল রোগের চিকিৎসায় ভালো ফলাফল দিয়ে আসছে। আশা করি বুঝতে পেরেছেন লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা সম্পর্কে। 

লজ্জাবতী গাছ সম্পর্কে জেনে নিন

লজ্জাবতী গাছ হল গুল্ম জাতীয় উদ্ভিদ। এর মূল অম্ল প্রকৃতির। লজ্জাবতী গাছের ফুল গোলাপি রঙের এবং ছোট আকৃতির হয়ে থাকে। লজ্জাবতী গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এর পাতায় হাত দিয়ে স্পর্শ করা মাত্র পাতা সংকুচিত তার বন্ধ হয়ে যায়। আবার হাত সরিয়ে নিলে লজ্জাবতী গাছের পাতা আগের অবস্থানে ফিরে। 

লজ্জাবতী গাছ সর্বপ্রথম মধ্যম আমেরিকার মেক্সিকোতে দেখা যায়। পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যমে এটি বর্তমানে সমগ্র বিশ্বে পাওয়া যায়। তবুও লজ্জাবতী গাছ মূলত আদ্র অঞ্চলে পাওয়া যায়। এত জল্পনা কল্পনার মধ্যেও লজ্জাবতী গাছে রয়েছে ভেষজ গুনে ভরা। লজ্জাবতী গাছের পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত সব অংশই ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়। 

বর্তমানে বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশে লজ্জাবতী গাছের চাষ করা হয়। লজ্জাবতী গাছের এত গুনাগুন থাকা সত্ত্বেও অনেকেই এই ব্যাপারে জানে না। অনেকেই ফুলের গাছের মতো ভেবে লজ্জাবতী গাছের বাগান তৈরি করে। তবে এই গাছ থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কিডনি সমস্যা, যৌন সমস্যা, দাঁতের মাড়ি ফোলা, বদ হজম সমস্যা, কোষ্ঠকাঠিন্য ছাড়াও অন্যান্য নানা রোগের চিকিৎসা করা হয়। 

লজ্জাবতী গাছের ঔষধি গুণসমূহ

লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা বলে শেষ করা যাবে না। এই গাছের পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত সবই ঔষধি গুনে ভরপুর। লজ্জাবতী গাছের মধ্যে থাকা প্রাকৃতিক পুষ্টি উপাদান যা নানারকম জটিল রোগের মহা ঔষধ। লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা ইতোমধ্যে আমরা জেনেছি। এখন এই অংশে আমি আপনাদেরকে জানাবো লজ্জাবতী গাছের ঔষধি গুণসমূহ। 

  • রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে
  • ডায়াবেটিস সমস্যা নিয়ন্ত্রণ করে
  • শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে
  • মহিলাদের যৌন সমস্যা দূর করে
  • পুরুষের যৌন সমস্যা দূর করে
  • সর্দি কাশি নিরাময় করতে সাহায্য করে
  • কিডনি সমস্যায় ব্যবহৃত হয়
  • বদহজম ও গ্যাসের সমস্যা দূর করে 
  • কোষ্ঠকাঠিন্য রোগ সারাতে সাহায্য করে
  • আলসার রোগের নিরাময় করে
  • ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত হবে
  • মাড়ির ফোলা ভাব দূর করতে পারে
  • যক্ষা রোগ ভালো করতে সাহায্য করে
  • পাইলসের সমস্যার মহা ঔষধ
  • মহিলাদের স্তনের সমস্যা দূর করে
  • শরীরের ক্ষত নিরাময় ব্যবহৃত হয়
  • পুরনো আমাশা দূর করতে ব্যাপক ভূমিকা রাখে
  • অর্শ রোগ দূর করতে সাহায্য করে
  • হাতে পায়ে জ্বালা কমাতে সাহায্য করে
  • গায়ের ঘামের গন্ধ দূর করে
  • মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে
  • অনিদ্রা দূর করতে ব্যাপক কার্যকরী
  • যেকোনো রকমের এলার্জি সমস্যার সমাধান করে
  • মূত্রনালীর জটিল সমস্যা সারাতে সাহায্য করে
লজ্জাবতী গাছ ভেষজ গুনে ভরপুর। সেজন্য এই গাছের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। উপরোক্ত রোগ নিরাময়ে লজ্জাবতী গাছ ব্যাপক কার্যকরী। আর এই জন্যই বহু আগে থেকেই প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে লজ্জাবতী গাছকে মহা ঔষধ বলে আখ্যায়িত করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন লজ্জাবতী গাছের ঔষধি গুনাগুন সম্পর্কে। 

লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানুন  

লজ্জাবতী গাছের মধ্যে প্রাকৃতিক ভেষজ পুষ্টিগুণ থাকায় নানা জটিল কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকে। লজ্জাবতী গাছের শিকড়, বাকল, পাতা সবই ঔষধি গুনে ভরপুর। আমরা অনেকেই লজ্জাবতী গাছ দেখেছি। কিন্তু এই গাছের যে এত উপকারিতা আছে সে সম্পর্কে আপনারা হয়তো স্পষ্টভাবে জানেন না। চলুন লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন। 
লজ্জাবতী-গাছের-শিকড়ের-উপকারিতা
ঠান্ডা ও কাশি নিরাময়ে লজ্জাবতী গাছ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যাদের ঠান্ডা ও কাশির সমস্যা আছে, তারা লজ্জাবতী গাছের পাতার রস খেলে ঠান্ডা ও কাশি ঠিক হয়ে যায়। পুরনো আমাশয় দূর করতে লজ্জাবতী গাছ ব্যবহার করা হয়। এরকম সমস্যা হয় লজ্জাবতী গাছের পাতার রস পান করতে হয়। 

লজ্জাবতী গাছ রক্ত পরিষ্কার করতে অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়াও লজ্জাবতী গাছ শরীর থেকে টক্সিন দূর করে দেয়। ডায়াবেটিসের মতো অনেক জটিল রোগকে নিয়ন্ত্রণ করতে লজ্জাবতী গাছের ভূমিকা অনেক। তাছাড়া ক্যান্সারের মতো বড় ধরনের রোগ নিরাময় করতে ওষুধি গুণে ভরপুর লজ্জাবতী গাছ কাজে লাগে। 

লজ্জাবতী গাছ আলসার সমস্যা সমাধান করে। আবার শরীর থেকে ঘামের গন্ধ নিবারণ করতে ব্যাপকভাবে সাহায্য করে। দাঁতের ব্যথা দূর করতে লজ্জাবতী গাছের শিকড় ব্যবহার করা হয়। মহিলাদের স্তনের শিথিলতা ফিরিয়ে আনে। পুরুষের হারানো যৌবন ফিরিয়ে আনতে লজ্জাবতী গাছ অনেক কার্যকরী। 

এছাড়া আরো নানারকম জটিল রোগের চিকিৎসা দিয়ে থাকে। যেমন; বদহজমের সমস্যা, গ্যাসের সমস্যা, এলার্জি সমস্যা, অনিদ্রা সমস্যা, পাইলসের সমস্যা, যক্ষা রোগের সমস্যা, হাত পায়ের ক্ষত নিরাময়, কোষ্ঠকাঠিন্য সমস্যা ইত্যাদির সমস্যা সমাধান করে। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন লজ্জাবতী গাছের কতটা উপকারিতা রয়েছে। 

লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম 

লজ্জাবতী গাছ এমন একটা ভেষজ উদ্ভিদ যার পাতা, বাকল, বীজ ও শিকড় সবই ওষুধে গুনে ভরা। মানব দেহের জন্য লজ্জাবতী গাছ অনেক উপকারী। ইতোমধ্যে আপনারা, লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এখন আমি আপনাদের জানাবো লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম। 

লজ্জাবতী গাছ নানা রকম ভাবে খেতে পারেন। এই গাছের খাওয়ার নিয়ম নির্ভর করছে আপনার সমস্যার উপর। যদি আপনার সর্দি কাশি সমস্যা হয়ে থাকে। তাহলে লজ্জাবতী গাছের পাতা রস করে খেতে হবে। আবার আপনার সমস্যা যদি হয় ক্ষত নিরাময়ে। তাহলে লজ্জাবতী গাছের পাতা পেস্ট করে ক্ষতস্থানে লাগাতে হবে। 

যৌন সমস্যায় লজ্জাবতী গাছের শিকড় ও বীজ পাউডার করে খেতে হয়। আবার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে লজ্জাবতী গাছের শিকড় থেকে তেল বের করে ব্যবহার করতে হয়। মাড়ির ফোলা ও ব্যথা দূর করতে লজ্জাবতী গাছের শিকড় পানিতে ভিজিয়ে সেই পানি কুলকুচি করতে হয়। এখন আপনারা যদি সকল রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে নিচের দেয়া নিয়মে লজ্জাবতী গাছ সেবন করুন। 

লজ্জাবতী গাছের পাতা রস করে দিনে যে কোন সময় খেতে পারেন। আপনি চাইলে পানির সাথে অথবা দুধের সাথে খেতে পারেন। আবার চাইলে পানি অথবা দুধের সাথে ফুটিয়ে খেতে পারেন। লজ্জাবতী গাছের শিকড় চূর্ণ করে সেবন করতে পারেন। এছাড়াও এই গাছের শিকড় বেটে তেল বের করে গোপনাঙ্গে মালিশ করতে পারেন। 

সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা

লজ্জাবতী গাছ প্রধানত দুই প্রজাতির হয়ে থাকে। সাদা লজ্জাবতী ও লাল লজ্জাবতী। উভয় লজ্জাবতী গাছেরই সমান উপকারিতা রয়েছে। সাদা লজ্জাবতী গাছের পাতা সবুজ রঙের ও কান্ড সবুজ রঙের হয়ে থাকে। সাদা লজ্জাবতী গাছের নানা রকম ভেষজ গুণ রয়েছে। বহু আগে থেকেই সাদা লজ্জাবোধিকার রোগ নিরাময়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। পূর্বে আমরা, লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের  উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে। 
  • সাদা লজ্জাবতী গাছের শিকড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা মানবদেহের রক্ত পরিষ্কার রাখে। এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 
  • ত্বকের ক্ষত ও এলার্জিজনিত সমস্যা দূর করতে লজ্জাবতী গাছের শিকড় অনেক বেশি উপকারী। 
  • সাদা লজ্জাবতী গাছের শিকড় থেকে তৈরি নির্যাস কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি দেয়। 
  • মানসিক দুশ্চিন্তার কারণে অনেকের ঠিকমতো ঘুম হয় না। সাদা লজ্জাবতী গাছের শিকড় খেলে অনিদ্রা সমস্যা দূর হয়ে যায়। 
  • ডেঙ্গু, ম্যালেরিয়া ও জ্বর ইত্যাদি রোগ হলে সাদা লজ্জাবতী গাছের শিকড় খেলে দ্রুত ঠিক হয়ে যায়। 
  • সাদা লজ্জাবতী গাছে প্রাকৃতিক পুষ্টি উপাদান যেমন; মিনারেল ও খনিজ থাকে। যা মানব দেহের বিভিন্ন রকম ব্যথা নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। 
  • আমাদের শরীরে পরজীবী হিসেবে কৃমি বসবাস করে। এজন্য আমরা বছরে দুই থেকে তিনবার ক্রিমিনাশক ট্যাবলেট খেয়ে থাকি। যা আমাদের শরীরের উপর এক নেতিবাচক প্রভাব ফেলে। আপনারা চাইলে সাদা লজ্জাবতী গাছের শিকড় খেতে পারে। এতে চিরতরে কৃমি শরীর থেকে দূর হয়ে যায়। 
সাদা লজ্জাবতী গাছের রয়েছে প্রকৃতি থেকে পাওয়া হরেক রকমের প্রাকৃতিক পুষ্টি উপাদান। আমাদের মানব জাতির জন্য লজ্জাবতী গাছ সৃষ্টিকর্তার দেওয়া আশীর্বাদস্বরূপ। কারণে লজ্জাবতী গাছের পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত সবকিছুই মানবদেহের রোগ প্রতিরোধ করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন সাদা লজ্জাবতী গাছ মানবদেহের জন্য কতটা উপকারী। 

পুরুষ লজ্জাবতী গাছের উপকারিতা

লজ্জাবতীর কাছে নানারকম ঔষধি গুনে সমৃদ্ধ থাকায় মানবদেহের অনেক উপকার করে। আমরা এর আগে, সাদা লজ্জাবতী গাছের উপকার সম্পর্কে জেনেছি। সাদা লজ্জাবতী গাছের মতোই পুরুষ লজ্জাবতী গাছেও অনেক উপকারিতা রয়েছে। এখন আমি আপনাদের জানাবো পুরুষ লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে। চলুন দেরি না করে শুরু করা যাক। 

  • অনেকই আছেন যারা পুরুষত্বহীনতায় ভুগছেন। তারা যদি পুরুষ লজ্জাবতী গাছের শিকড় খান তাহলে আই সমস্যা দূর হয়ে যাবে। 
  • পাইলসের সমস্যা দূর করতে পুরুষ লজ্জাবতী গাছের শিকড় অনেক উপকারি। 
  • লজ্জাবতী গাছের শিকড় মহিলাদের বন্ধাত্ত দুরভ করে। 
  • লজ্জাবতী গাছের শিকড় খেলে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। 
  • হাঁপানি সমস্যা দূর করতে পুরুষ লজ্জাবতী গাছের শিকড় ব্যাপক কার্যকরী। 
  • সন্তান প্রসবের ফলে মহিলাদের যোনিদ্বার অনেকটা শিথিলতা হারিয়ে ফেলে। পুরুষ লজ্জাবতী গাছের শিকড় থেকে তৈরি তেল দিয়ে মহিলাদের যোনিদ্বারে ডুস দিলে শীতলতা ফিরে আসে। 
এছাড়া আরো নানারকম রোগের চিকিৎসায় পুরুষ লজ্জাবতী গাছের শিকড় ব্যবহার করা হয়। পুরুষ লজ্জাবতী গাছ আকারে ২০ ফুটের মতো লম্বা হয়। পুরুষ লজ্জাবতী গাছের পাতায় প্রাকৃতিক পুষ্টি উপাদান টেনিন পাওয়া যায়। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় পুরুষ লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা অনেক। 

লাল লজ্জাবতী গাছের উপকারিতা

লজ্জাবতী গাছ প্রধানত দুই ধরনের। লাল লজ্জাবতী গাছ ও সাদা লজ্জাবতী গাছ। আমরাই তো মধ্যেই, সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব লাল লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে। লাল লজ্জাবতী গাছ দেখতে একটু লালচে রঙের।অর্থাৎ এর কাণ্ড পাতা লালচে রঙে। এর উচ্চতা ১৫ থেকে ২০ ফুট প্রায়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 
লজ্জাবতী-গাছের-শিকড়ের-উপকারিতা
  • লাল লজ্জাবতী গাছ শরীরের ক্ষত ও প্রদাহ দূর করে। যাদের শরীরে ক্ষতের সৃষ্টি হয়, তারা লাল লজ্জাবতী গাছের পাতা বেটে ক্ষতস্থানে লাগালে সমস্যা দূর হয়ে যায়। 
  • ডায়রিয়া ও আমাশয় রোগ নিরাময়ে লাল লজ্জাবতী গাছ অনেক কার্যকরী। যাদের এরকম সমস্যা আছে তারা লাল লজ্জাবতী গাছের পাতা এবং শিকড় পানিতে সিদ্ধ করে সেই পানি খেতে পারে।
  • লাল লজ্জাবতী গাছ দাঁতের মাড়ি ফোলা ও ব্যথা সারাতে সাহায্য করে। লাল লজ্জাবতী গাছের শিকড় পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে ব্যাথা ঠিক হয়ে যায়। 
  • সর্দির ও কাশির সমস্যায় লাল লজ্জাবতী গাছ অনেক উপকারী। লাল লজ্জাবতী গাছের পাতার রস খেলে ঠান্ডা কাশি ভালো হয়। 
  • মহিলাদের গোপনাঙ্গের ক্ষত নিরাময়ে লাল লজ্জাবতী গাছ ব্যবহার করা হয়। 
  • লাল লজ্জাবতী গাছের শিকড় খেলে অর্শ ও পাইলসের সমস্যা একদম ঠিক হয়ে যায়। 
  • ত্বকের সমস্যা যেমন; ব্রণ, মেস্তা ও এলার্জি ইত্যাদি হলে লাল লজ্জাবতী গাছের পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগাতে হয়। 
লজ্জাবতী গাছের উপকারিতা বলে শেষ করা কঠিন। লজ্জাবতী গাছের সাদা ও লাল উভয় প্রজাতিরই সমান ভেষজ উপকারিতা রয়েছে। উপরোক্ত উপকারিতা ছাড়াও লাল লজ্জাবতী গাছের রয়েছে আরো নানারকম উপকারিতা। 

লজ্জাবতী গাছের অপকারিতা

লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি  উপকারিতা জেনে নিন। অনেক তো লজ্জাবতী গাছের শিকড়ের উপকারিতা জানা হল। প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু নেতিবাচক দিক থেকেই যায়। তেমনি লজ্জাবতী গাছের শিকড়েরও অপকারিতা আছে। আজকে আমরা জানবো লজ্জাবতী গাছের অপকারিতা সম্পর্কে। 

গর্ভাবস্থায় লজ্জাবতী গাছ সেবন করা উচিত না। এতে করে জরায়ুর সংকোচন হতে পারে। আবার যাদের এলার্জির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত লজ্জাবতী গাছ সেবন থেকে বিরত থাকুন। কারণ অনেকের ত্বকে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে এলার্জির সমস্যা দেখা যায়। লজ্জাবতী গাছের আরেকটা বড় সমস্যা হল এই গাছ অন্যান্য গাছের বৃদ্ধি প্রতিহত করে। 

লেখকের মন্তব্যঃ লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা

উপরোক্ত সম্পূর্ণ আর্টিকেলটি আপনারা যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন। তাহলে আপনারা অবশ্যই জেনে গেছেন লজ্জাবতী গাছ - লজ্জাবতী গাছের শিকড়ের ১৫টি উপকারিতা সম্পর্কে।এছাড়াও লজ্জাবতী গাছের আরো নানা প্রজাতি ও খাওয়ার নিয়ম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। 
তবে আমার মন্তব্য থাকবে, যদি কারো কোন সমস্যার কারণে লজ্জাবতী গাছের শিকড় খাওয়ার প্রয়োজন পড়ে। তাহলে অবশ্যই উপরোক্ত নিয়ম মেনে সেবন করবেন। সবচেয়ে ভালো হয় যদি কোন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে লজ্জাবতী গাছের শিকড় খাওয়া যায়। 

উপরের আর্টিকেলটিতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কারো কাছে যদি মনে হয় কোন কিছু ভুল বা বাদ পড়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে আমি পরবর্তী আর্টিকেলগুলো আরো নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ! 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

gotechbd এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url