বাংলালিংক নাম্বার দেখার কোড - বাংলালিংক সিমের সকল কোড
বাংলালিংক (সিম) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন অপারেটর। গ্রাহক সংখ্যার
দিক থেকে ৩য় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। এর সেবা ও সহজলভ্যতার কারনে বাংলালিংক
সিম ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাংলালিংক সিম কোম্পানি
নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার কারণে এর গ্রাহক সংখ্যা হুর হুর করে বৃদ্ধি
পাচ্ছে।
ফিচার ইমেজ ০১
আমরা অনেকেই নতুন সিম কেনার পর জানিনা কিভাবে
সিমের ব্যালেন্স,ইন্টারনেট, মিনিট, মোবাইল নাম্বার চেক করতে হয়। এগুলা
চেক করার জন্য সিম কোম্পানি থেকে কিছু শর্টকোড প্রদান করে থাকে। আজ আমি
আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানাবো কিভাবে এগুলা চেক করতে হয়।
পোস্ট সূচিপত্রঃ বাংলালিংক নাম্বার দেখার কোড
- বাংলালিংক সিমে নাম্বার দেখার কোড?
- বাংলালিংক সিমে মিনিট কিভাবে কিনব ?
- বাংলালিংক সিমে মিনিট কিভাবে চেক করব ?
- বাংলালিংক সিমে ব্যালেন্স কিভাবে চেক করব ?
- ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব ?
- ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে চেক করব ?
- বাংলালিংক সিমে এমবি কিভাবে কিনব ?
- বাংলালিংক সিমে এমবি কিভাবে চেক করব ?
- বাংলালিংক সিমে এসএমএস কিভাবে কিনব ?
- বাংলালিংক সিমে এসএমএস কিভাবে চেক করব
- লেখকের মন্তব্য জেনে নিন
বাংলালিংক সিমে নাম্বার দেখার কোড?
বর্তমানে বাংলালিংক সিম কোম্পানি বহুল জনপ্রিয় অপারেটর। গ্রাহক সংখ্যা দিক
থেকে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ প্রতিষ্ঠান হল বাংলালিংক সিম্প কোম্পানি।
বাংলালিংক সিমের নাম্বার বের করার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল
প্যাডে। এখন লিখতেব হবে
কোড নং ঃ *511#
উপরোক্ত কোডটি ডায়াল করার পরে একটু অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে এসএমএস আসতে
একটু দেরি হতে পারে। এরপর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোন
নাম্বার। আপনার ফোন নাম্বারের সামনে +88 এই কোডটুকু অতিরিক্ত দেয়া
থাকবে। এই কোড ব্যতীত বাকি ১১টি সংখ্যা হলো আপনার ফোন
নাম্বার।
বাংলালিংক সিমে মিনিট কিভাবে কিনব ?
দৈনন্দিন জীবনে আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ব্যবসায়িক ক্ষেত্রে একে
অন্যের সাথে যোগাযোগের প্রয়োজন পড়ে। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অনেক সহজ।
যদি আপনি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন। তাহলে আপনার বাংলালিংক সিমে মিনিট
কেনার দরকার পড়ে। বাংলালিংক সিমের মিনিট কেনার জন্য আপনাকে যেতে হবে আপনার
মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর একটি কোড লিখতে হবে
কোড নং ঃ *888#
উপরক্ত কোডটি ডায়াল করার পরে আপনের সামনে অনেক গুলা অফার আসবে। এর মধ্যে থেকে
যেইটা আপনার পছন্দ তার ক্রমিক নাম্বার ডায়াল করতে হবে। এরপর আপনার
পছন্দের অফারটির সকল তথ্য আপনি দেখতে পারবেন। আপনি এখান থেকে
জানতে পারবেন আপনি যে মিনিটটি ক্রয় করছেন তার মেয়াদ কতদিন। এরপর
সবকিছু দেখা হয়ে গেলে, অফারটি ক্রয় করে ফেলুন।
বাংলালিংক সিমে মিনিট কিভাবে চেক করব ?
আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করছেন। তারা মাঝেমধ্যেই ভুলে যান আপনার
বাংলালিংক সিমে কি মিনিট আছে? থাকলেও তা কতটুকু আছে? আজকে আমি আপনাদের জানাবো
কিভাবে বাংলালিংক সিমের মিনিট চেক করবেন। বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য
আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর একটি কোড লিখতে হবে
কোড নং ঃ 121100#
আরও পড়ুনঃ০১
উপরের কোডটি ডায়ালের পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর এসএমএস এর
মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার পূর্বের ব্যবহৃত মিনিট ও বর্তমানে কত মিনিট
আছে। আর যদি কোন মিনিট না থাকে তাহলে লেখা থাকবে (create new
plan)। অর্থাৎ আপনাকে নতুন করে মিনিট কেনার কথা জানিয়ে দিচ্ছে।
বাংলালিংক সিমে ব্যালেন্স কিভাবে চেক করব ?
আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন। তাহলে অবশ্যই আপনাকে এরকম সমস্যায়
পড়তেই হবে। মাঝেমধ্যে আপনি ভুলে যান আপনার বাংলালিংক সিমে কত টাকা ব্যালেন্স
আছে। আজকে আমি আপনাকে জানাবো কিভাবে বাংলালিংক সিমে ব্যালেন্স চেক করবেন।
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের
ডায়াল প্যাডে। তারপর একটি কোড লিখতে হবে
ফিচার ইমেজ ০২
কোড নংঃ *124#
উপরের কোডটি ডায়ালের পর একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে এসএমএস
এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার সিম এ কত টাকা আছে। আরো জানিয়ে দেওয়া
হবে আপনি কি ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করছেন কিনা। করলেও তা আর কতটুকু
অবশিষ্ট আছে।
ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব
বাংলালিংক সিম ব্যবহারে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি কখনো এমন অবস্থাতে
পড়েন যে আপনার বাংলালিংক সিমে কোন টাকা নেই এবং আপনার কাছেও কোন টাকা নেই।
কিন্তু আপনাকে কোথাও কথা বলতে হবে। তখন আপনি চাইলে বাংলালিংক সিম থেকে ইমারজেন্সি
ব্যালেন্স নিতে পারবেন। আর বাংলালিংক সিমের Emergency ব্যালেন্স নেয়ার জন্য
আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর একটি কোড লিখতে
হবে
কোড নংঃ *121*5#
উপরের কোডটি ডায়ালের পরে ৫ সেকেন্ড এর মত অপেক্ষা করুন। এরপর এসএমএস এর
মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনাকে কত টাকা Emergency ব্যালেন্স দেয়া হল। এবং এই
সমপরিমান টাকা আপনার পরবর্তী রিচার্জ থেকে কেটে নেয়া হবে। আর এভাবেই বহু বছর
ধরে বাংলালিংক সিম কোম্পানি গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে চেক করব
আপনারা অনেক সময় আপনাদের বাংলালিংক সিমে নানা রকম অফারের জন্য সিমে
ব্যালেন্স যুক্ত করতে চান। কিন্তু আপনারা জানতে চান আপনার বাংলালিংক সিমে কত
টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আছে। যাতে করে আপনি ব্যালেন্স যুক্ত করলে ইমারজেন্সি
ব্যালেন্স কাটার পরও অফারের টাকা থেকে যায়। বাংলালিংক সিমের Emergency ব্যালেন্স
চেক করার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর
একটি কোড লিখতে হবে
কোড নংঃ *124#
উপরের কোডটি ডায়ালের পরে ৫ থেকে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। এরপর এসএমএস এর
মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা অবশিষ্ট
আছে। এভাবেই আপনি আপনার বাংলালিংক সিমে কত টাকায় ইমারজেন্সি ব্যালেন্স আছে
চেক করতে পারবেন।
বাংলালিংক সিমে এমবি কিভাবে কিনব ?
বর্তমানে সমগ্র পৃথিবী ইন্টারনেট নির্ভর। ইন্টারনেট ছাড়া চলা অনেক মুশকিল।
কিন্তু কয়েক বছর আগে যখন ইন্টারনেট সবার সাধ্যের মধ্যে ছিল না। বর্তমানে
ইন্টারনেট সবার সাধ্যের মধ্যে রয়েছে। আপনারা অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকেন।
কিন্তু কাজের ক্ষেত্রে বা অন্যান্য কারণে আপনাকে মাঝেমধ্যে এমন জায়গাতে থাকতে
হয় যেখানে ওয়াইফাই থাকে না। তখন আপনাকে ইন্টারনেট ব্যবহারের জন্য এমবি কিনতেই
হয়।
এই ইন্টারনেটকে চালানোর জন্য এমবির প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের বাংলালিংক
সিমে এমবি কেনার পুরো প্রসেস জানাবো। বাংলালিংক সিমে এমবি কেনার জন্য আপনাকে যেতে
হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর একটি কোড লিখতে হবে
কোড নংঃ *5000#
এই কোডটি ডায়ালের পরে আপনার কাছে সারিবদ্ধভাবে এমবি অফার প্যাকেজ
দেখাবে। এখান থেকে আপনার যেই প্যাকেজটি পছন্দ হবে, সেই প্যাকেজের
নাম্বারটি ডায়াল করতে হবে। এরপর আপনার পছন্দের প্যাকেজের যাবতীয়
সুবিধাগুলো আপনি দেখতে পারবেন। যদি আপনার প্যাকেজটি পছন্দ হয় তাহলে
কিনে ফেলুন।
বাংলালিংক সিমে এমবি কিভাবে চেক করব ?
আজকাল ইন্টারনেট ছাড়া একদিনও চলা যায় না। কারণ ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় সকল
কাজ করা যায়। আর এই ইন্টারনেট চালানোর জন্য যে এমবির প্রয়োজন হয়। তা আপনারা
অনেকেই কিনতে পারেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই বাংলালিংক সিমের এমবি চেক
করতে হয়।
আজকে আমি আপনাকে জানাবো কিভাবে বাংলালিংক সিমে এমবি চেক করবেন। বাংলালিংক
সিমের এমবি চেক করার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে।
তারপর সাবধানতার সাথে লিখতে হবে একটি কোড
আরও পড়ুনঃ ০৩
কোড নংঃ *5000*500#
কোডটি ডায়ালের পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আপনার বাংলালিংক সিমে একটি
এসএমএস আসবে। এই এসএমএসটির মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার বাংলালিংক সিমে কত এমবি
অবশিষ্ট আছে।
বাংলালিংক সিমে এসএমএস কিভাবে কিনব ?
সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য দিন দিন বাংলালিংক সিমের গ্রাহক সংখ্যা বেড়েই
চলেছে। আপনাদের অনেকের এসএমএস এর প্রয়োজন হয়। বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এবং
কাছের মানুষদের সাথে কুশল বিনিময় করার জন্য এসএমএস এর মাধ্যমে টেক্সট করে থাকেন।
কিন্তু বিড়ম্বনার ব্যাপার হলো অনেকেই জানিনা কিভাবে বাংলালিংক সিমে এসএমএস
কিনবো।
বাংলালিংক সিমে এসএমএস কেনা খুব কঠিন বিষয় না। আজকে আমি আপনাদের জানিয়ে দিব
কিভাবে বাংলালিংক সিমের এসএমএস কিনবেন। বাংলালিংক সিমে এসএমএস কেনার জন্য আপনাকে
যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর একটি কোড ডায়াল করতে
হবে।
ফিচার ইমেজঃ ০৩
কোড নংঃ *121*1013#
প্রদত্ত কোডটি ডায়ালের পরে আপনার মোবাইল স্ক্রিনে অনেকগুলো এসএমএসের অফার
চলে আসবে। এখান থেকে আপনার যেই প্যাকেজটা পছন্দ হয় বা আপনার জন্য
কমফোর্টেবল মনে হয়। আপনি সেই অফারটি কিনতে পারেন।
বাংলালিংক সিমে এসএমএস কিভাবে চেক করব
বাংলালিংক সিমে তো এসএমএস কিনতে পারেন। কিন্তু আমাদের বেশিরভাগই জানিনা
কিভাবে বাংলালিংক সিমের এসএমএস চেক করব। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে
বাংলালিংক সিমে এসএমএস চেক করবেন। বাংলালিংক সিমে এসএমএস চেক করার জন্য
আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে। তারপর লিখতে হবে
কোড নংঃ *121*100#
কোডটি ডায়ালের পরে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। এই এসএমএস এর মাধ্যমে জানিয়ে
দেয়া হবে আপনার সিমে কত গুল এসএমএস অবশিষ্ট আছে। তাহলে তো শিখেই গেলেন
কিভাবে বাংলালিংক সিমে এসএমএস চেক করা যায়।
লেখকের মন্তব্য জেনে নিন
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে বাংলালিংক সিমের
যাবতীয় সকল কোড সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। তাই নতুন করে আপনাকে আর
জানানোর কিছু নেই।
আশা করছি উপরোক্ত আর্টিকেলটি দ্বারা আপনাদের সহযোগিতা করতে পেরেছি।
লেখক হিসেবে আমার মন্তব্য থাকবে, যেহেতু বাংলালিংক সিম কোম্পানি বাংলাদেশের
তৃতীয় বৃহত্তম সিম অপারেটর। তাই অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন।
মাঝেমধ্যেই আপনাদের উপরোক্ত কোডগুলো জানার প্রয়োজন হবে। তাই আপনি চাইলে
প্রো আর্টিকেলটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন।
উপরের আর্টিকেলটিতে যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার
দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে যদি মনে হয় এই আর্টিকেলটিতে কোন কিছু যুক্ত
করা দরকার বা বাদ দেওয়া দরকার তাহলে তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য। সুস্থ
থাকবেন, ভালো থাকবেন।
gotechbd এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url